কলকাতা-দিল্লি-মানালি-শিমলা-দিল্লি-কলকাতা ট্যুর প্লান


যেহেতু আগের পর্বেই মানালির ট্যুর প্লান নিয়ে বিস্তারিত লিখেছি তাই এই পর্বে আর এতো কিছু লিখবো না । এই পর্বে শুধু কিভাবে দিল্লি থেকে মানালি- শিমলা ও আবার দিল্লি ব্যাক আসা যায় তা সম্পর্কে লিখবো। সম্পূর্ণ ট্যুর প্লান সম্পর্কে জানতে আপনি আমার আগের পোস্টটি পড়তে পারেন। আমার আগের পোস্টের লিংকঃ

শিমলা- মানালি ট্যুর প্লানঃ কিভাবে যাবেন, খরচাপাতি সহ সব।

আবারো আপনাদের সুবিধার্তে আরেকটা ট্যুর প্লান দিয়ে দিলাম। প্রয়োজন মতো সংশোধন করে নিবেন।

 কলকাতা, দিল্লি, মানালি, শিমলা, দিল্লি, কলকাতা
     ০ দিনঃ ঢাকা টু বেনাপোল
     ১ম দিনঃ বেনাপোল টু কলকাতা। (রাতে কলকাতা স্টে)
     ২য় দিনঃ কলকাতা টু দিল্লি (রাতে ট্রেনে স্টে)
     ৩য় দিনঃ দিল্লি টু মানালি ( রাতে বাসে স্টে)
     ৪র্থ-৫ম দিনঃ মানালি সাইট সিইং
     ৬ষ্ঠ দিনঃ মানালি টু শিমলা
     ৭ম-৮ম দিনঃ শিমলা সাইট সিইং (রাতে দিল্লির বাস)
     ৯ম দিনঃঃ দিল্লি টু কলকাতা
     ১০ দিনঃ রাতে কলকাতা স্টে
     ১১ দিনঃ কলকাতা টু বেনাপোল, বেনাপোল টু ঢাকা

ঢাকা থেকে কলকাতাঃ 

কলকাতা যাওয়ার জন্য প্রথমে ঢাকা থেকে বেনাপোল গামী বাসে উঠবেন। প্রতিদিন সন্ধ্যার পর থেকে প্রায় সব বাস সার্ভিসই বেনাপোলের উদ্দ্যেশে বাস ছাড়ে। ভাড়া নন এসি ৫৫০-৭০০ টাকার মধ্যে আর এসি বাস ১১০০ টাকা থেকে শুরু। সন্ধ্যার পর বাস ছেড়ে পরদিন ভোরে বর্ডারে পৌঁছায়। সেখানে নেমে বর্ডার পার হয়ে নিন। বর্ডার সাধারণত সকাল ৬টায় খোলে। তাই সকাল সকাল গেলে ভালো। ওপারে পৌঁছে একটা অটোতে উঠে যান। বনগাঁও স্টেশন পর্যন্ত ভাড়া নিবে ১০ টাকার মতো। বনগাও থেকে কিছু সময় পর পরই কলকাতার উদ্দ্যেশে ট্রেন লোকাল ট্রেন ছাড়ে। ভাড়া ২০ টাকার মতো। ট্রেন শিয়ালদাহ পর্যন্ত যায়। সেখান থেকে নেমে ট্যাক্সি অথবা উবার এ করে আপনি হাওড়া স্টেশনে চলে আসতে পারেন। আবার মেট্রোতে করেও আসতে পারেন। এতে খরচ অনেক কম হবে। এজন্য দমদম জং এ নেমে পড়ুন ( শিয়ালদাহ এর আগের স্টেশন)। তারপর সেখান থেকে মেট্রোতে করে পার্ক স্ট্রিট। তারপর পার্কস্ট্রিট থেকে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন এর লকারে ব্যাগ রেখে আপনি কলকাতা শহরটা ঘুরে দেখতে পারেন।

তাছাড়াও ঢাকা থেকে প্রতিদিন সরাসরি কলকাতার ফ্লাইটও রয়েছে।

কলকাতা, দিল্লি, মানালি, শিমলা, দিল্লি, কলকাতা

এভাবে যেতে হলে আপনি কলকাতা থেকে দিল্লির টিকেট কাটবেন। ট্রেনের টিকেট আপনি দেশে থেকেই কাটতে পারবেন যদি আপনার একটা ডুয়েল কারেন্সী কার্ড থাকে। আর না থাকলে আপনি যেকোনো ট্রাভেল এজেন্ট থেকে টিকেট কাটতে পারেন। এক্ষেত্রে প্রাইজ একটু বেশি পরবে। আর এভাবেও টিকেট কাটতে না পারলে যেদিন কলকাতা যাবেন সেদিনই হাওড়া না গিয়ে ফেয়ারলী প্লেস গিয়ে ফরেইনারদের জন্য বরাদ্দ্য সিট বুক করতে পারেন। এক্ষেত্রেও টাকা বেশি লাগবে ও ঐ দিনের টিকেট নাও পেতে পারেন। তখন আপনার কলকাতা একরাত থাকা লাগতে পারে। তাই এতো ঝামেলা না করে দেশে থেকেই টিকেট কেটে যাওয়া ভালো। আর একটা ডুয়েল কারেন্সী কার্ড থাকলে তো আর কোনো কথাই নেই। নিজের টিকেট নিজেই কোনো অতিরিক্ত টাকা ছাড়া কাটতে পারবেন।

জেনে নিন কিভাবে ডুয়েল কারেন্সী কার্ড করবেন 

ট্রেন ভাড়াঃ

স্লিপার ক্লাসঃ ৭০০ রুপি
3 tire: ১৭০০ রুপি
2 tire: ২৪০০ রুপি
1s class: ৪১০০ রুপি
(এটি পূর্বা এক্সপ্রেস এর ভাড়া। ট্রেন ভেদে ভাড়া ভিন্ন হতে পারে তবে তা বেশি নয়)

দিল্লি থেকে মানালিঃ 

এক্ষেত্রে আপনি Make my trip  এর সাহায্য নিতে পারেন অথবা সরাসরি চলে যান কাশ্মিরি বাস স্ট্যান্ডে৷ সেখান থেকে মানালি যাওয়ার বাস পাবেন। ভাড়া পড়বে non ac ৭০০ থেকে শুরু আর ac bus ১২০০ থেকে শুরু। আমি সাজেস্ট করব ভলবো এসি বাসে করে যেতে। রাতে বাস ছেড়ে ভোরে মানালি পৌছাবে। বাস স্ট্যান্ডের ২ তলায় ভলবো এসি বাসের টিকেট পাওয়া যায়।

মানালি থেকে শিমলাঃ 
আপনি Make my trip এই মানালি থেকে শিমলা এর বাস টিকেট পাবেন। অথবা আপনি মানালি এর মল রোড এর বাস স্ট্যান্ড থেকে টিকেট পেয়ে যাবেন।

শিমলা থেকে দিল্লি আসবেন বাসে করে। তারপর আবার দিল্লি থেকে ট্রেনে কলকাতা।

Comments