এর আগের পর্বটি ছিল হোটেল ভাড়া বাচিয়ে চলার একটি টিপস। আগের পর্ব যারা পড়েন নি তারা এইখান থেকে পড়ে নিতে পারেন।
হোটেল খরচ কমানোর সেরা উপায় (১)
হোটেল খরচ কমানোর সেরা উপায় (১)
আজকের পর্বটিতে আমি আরেকটি এপস এর সাথে পরিচয় করিয়ে দিব যেখানে আপনার থাকার জন্য পে করতে হবে কিন্তু তা খুবই অল্প পরিমানে। এই টিপসটি খুব সম্ভব গ্রুপ ট্রাভেলার্সদের জন্য বেস্ট হবে। আমাদের কক্সবাজারে ৬-৭ জন থাকার জন্য একটা স্যুইট বা ডাবল বেডের রুম ভাড়া করতে কত খরচ হবে? অবশ্যই তা ৩০০০ টাকার কম নয়? কিন্তু কেউ যদি আপনাকে বলে যে মাত্র ১৫০০ টাকার মধ্যেই একটা পুরো ফ্লাট পেয়ে যাবেন। তাহলে নিশ্চয়ই খারাপ লাগবে না। কিন্তু যদি বলে একই সাথে একটা সুইমিং পুল বা নিজের বাসায় যে সব সুযোগ-সুবিধা সবই পাবেন এই টাকার মধ্যে তাহলে তো সোনায় সোহাগা। Airbnb তে সব বাসায় সুইমিংপুল না পেলেও হোটেলের থেকে অর্ধেক খরচে রুম পেয়ে যাবেন গ্যারান্টি দিতে পারি। তাহলে আর দেরী কেন? চলুন শুরু করা যাক।
Airbnb এর ধারনাঃ
মনে করুন আপনার একটা বাসা বা বাসার একটা রুম খালি পড়ে থাকে। কিন্তু আপনি কোনো একটা নির্দিষ্ট ভাড়াটিয়াকে ভাড়ায় দিতে চান না। বা শুধু একটা রুম করে ভাড়া দেওয়া সম্ভব নয়। তখন আপনি আপনার বাসা বা রুমটি Airbnb তে রেজিষ্ট্রেশন করিয়ে দিলেন এবং একটা যুক্তিযুক্ত ভাড়া সেট করে দিলেন । তখন আরেকজন আপনার প্রোপার্টিতে যদি থাকতে চায় তাহলে সে ভাড়া দিয়ে থাকতে পারবে। এতে আপনার কোনো রুম সার্ভিস রাখা লাগছে না। কোনো আইনি ঝামেলা পাচ্ছেন না। বাড়তি ইনকাম ও হচ্ছে। এভাবেই Airbnb কাজ করে।
কিভাবে Airbnb ব্যবহার করবেন?
খুব সহজ! প্রথমে Play Store এ যান। সেখানে Airbnb লিখে সার্চ দিন। ও এপসটি ইন্সটল করে নিন। তারপর এপসটি ওপেন করুন।
এখানে আপনার মোবাইল নম্বর দিন এবং সাইন আপ করুন। আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। সেই কোড নাম্বারটি ওইখানে লিখুন। তাহলেই আপনার একাউন্ট কমপ্লিট। তবে এইখানে আপনি পেমেন্ট করতে হলে ডেবিট-ক্রেডিট কার্ড লাগবে। তাছাড়া আকুয়া কার্ড দিয়েও এটা ব্যবহার করতে পারবেন। আকুয়া কার্ড করার নিয়মাবলি নিচে দেওয়া হলোঃ
এই সব লিস্টগুলি সম্পূর্ণ করতে হবে। এগুলো খুবই সহজ। বেসিক ইনফোতে আপনার কিছু সাধারণ ডিটেইলস দিন। একটা পেমেন্ট মেথোড এড করুন। নিজের সম্পর্কে কিছু লিখুন। তাহলেই আপনার আইডি কম্পলিট। এবার শুধু যায়গার নাম লিখে সার্চ দিন ও প্রোপার্টি দেখুন। ভালো লাগলে বুক করে ফেলুন। বাজি ধরে বলতে পারি হোটেলের থেকে কম দামেই রুম পেয়ে যাবেন।
Comments
Post a Comment