প্রি-পেইড মাস্টারকার্ড সম্পর্কে তো আমরা জানি। একটা এটিএম কার্ডে আগে টাকা লোড করে নিয়ে তারপর তা যেকোনো দেশ থেকে খরচ করার সুবিধা যে কার্ড দিয়ে থাকে তাদের প্রি পেইড কার্ড বলে। Novoair এর এই Mastercard পেতে আপনাকে প্রায় কিছুই খরচ করতে হবে না৷ এই কার্ডটি মূলত EBL ইস্যু করে থাকে এবং এই কার্ডের স্পন্সর হচ্ছে Novoair.
আরো পড়ুনঃ
১/ ইবিএল আকুয়া কার্ডের A টু Z
প্রথমে এই লিংক থেকে আপনার নভোএয়ারের এপ্লিকেশন ফরম এবং এই লিংক থেকে EBL এর KYC ফরম ডাউনলোড করে নিন। ফরমগুলো adobe reader দিয়েও পূরন করতে পারেন অথবা প্রিন্ট করে তারপর হাতে লিখেও পূরন করতে পারেন। ফরম পূরনে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন। হেল্প করব। ফরমের সাথে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এড করবেন। ছবির পেছনে নিজের নাম লিখবেন ও পিন দিয়ে ছবি আটকাবেন। ফরমের নির্দিষ্ট স্থানে আপনার সই থাকতে হবে। এর সাথে একটি টিকেটের কপি এড করতে হবে৷ খেয়াল রাখবেন যাতে টিকেট টি আপনার নামে থাকে এবং আপনার স্মাইল আইডি দিয়ে কেনা থাকে। এর সাথে একটি এন আই ডি কার্ডের ফটোকপি ও পাসপোর্ট এর ফটোকপি এড করবেন। এবার এই সব কয়টি ডকুমেন্ট একটি খামে ভরে নিচের ঠিকানায় কুরিয়ার করে দিন।
NOVOAIR - EBL CO-BRANDED PREPAID CARD
House-50, Road-11, Block-F, Banani, Dhaka-1213.
২০ দিনের মধ্যে আপনার ঠিকানায় কার্ড চলে আসবে।
আরো পড়ুনঃ
১/ ইবিএল আকুয়া কার্ডের A টু Z
সবাইকেই একটা রিকোয়েস্ট রইলো যে যেহেতু এই কার্ডটি ফ্রিতে পাওয়া যায় তাই অযথা এই কার্ডের জন্য আবেদন করবেন না। আপনার যদি একান্তই বিদেশ ভ্রমনের প্লান থাকে অথবা ই কমার্স থেকে পন্য আনার ইচ্ছা থাকে তাহলে এই কার্ডের জন্য আবেদন করুন। কারন এর আগে প্যেনিয়ার ও ফ্রিতে কার্ড পাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলো শুধু মাত্র ফ্রিলান্সারদের জন্য। বাট এতো পরিমানে কার্ডের অর্ডার হয় যা বলার বাইরে। বেশিরভাগ কার্ড দিয়েই পরবর্তীতে কোনো লেনদেন করা হয় নি। অর্থাৎ অযথা কার্ড অর্ডার করা হয়েছিল। পরবর্তীতে তারা এই সুবিধাটা একটু জটিল করে দেয়। নভোএয়ারের কার্ডও ফ্রিতে পাওয়ার সুবিধা থাকলেও প্রথম দিকে এতো পরিমান আবেদন পরতো যে তারা বাধ্য হয়ে কিছু জটিল নিয়ম বেধে দিয়েছে।এখন কিছু প্রসেস পার করে এই কার্ডটি পেতে হয়। তাই অযথা অন্যের জন্য জটিলতা সৃষ্টি করা হতে বিরত থাকুন।
কিভাবে আবেদন করবেনঃ
এই কার্ডটি পাওয়ার জন্য ব্যাংকে যেতে হবে না। অনলাইনে নভোএয়ারের ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। তবে এই কার্ডটির জন্য এপ্লাই করার আগে কিছু শর্ত জেনে নেওয়া যাক।
- আপনাকে আগে নভোএয়ারের স্মাইল এর একাউন্ট করতে হবে।
- আপনার স্মাইল আইডি দিয়ে একবার নভোএয়ারে ফ্লাই করতে হবে। অর্থাৎ আপনি এর আগে একবার নভোএয়ারের বিমানে চড়তে হবে। আগে এই নিয়ম টা ছিল না৷ এখন নতুন করে চালু হইসে যাতে আজাইরা পাবলিক এটার জন্য আবেদন করতে না পারে।
- আপনার যদি EBL এর অন্য কোনো প্রিপেইড কার্ড থাকে তাহলে আপনি এই কার্ডটি পাবেন না। অর্থ্যাৎ আপনার আকুয়া বা লাইফস্টাইল কার্ড থাকলে এই কার্ডটি পাবেন না। একই ভাবে এই কার্ড থাকলে আকুয়া বা লাইফস্টাইল কার্ড পাবেন না।
NOVOAIR - EBL CO-BRANDED PREPAID CARD
House-50, Road-11, Block-F, Banani, Dhaka-1213.
২০ দিনের মধ্যে আপনার ঠিকানায় কার্ড চলে আসবে।
স্মাইল আইডি কি?
স্মাইল আইডি হচ্ছে নভোএয়ার মাইলস্ এর একটা প্রোগ্রাম। মাইলস হচ্ছে আপনি যদি কোনো নির্দিষ্ট একটি বিমানসংস্থার মাধ্যমে ভ্রমন করেন তখন সেই বিমানসংস্থা আপনার একাউন্টে কিছু মাইলস্ প্রদান করে থাকে। এভাবে বেশ কিছু মাইলস জমা হলে আপনি টাকা ছাড়া সেই মাইলস দিয়েও ভ্রমন করতে পারবেন। যেমন আপনি নভোএয়ারের বিমানে ৪০ বার অভ্যন্তরীণ ভ্রমন করলে আপনার একাউন্টে ১২০০ মাইলস্ জমা হবে। এবার সেই ১২০০ মাইলস দিয়ে আপনি ফ্রিতে ঢাকা টু সিলেট রুটের বিমান ভ্রমন করতে পারবেন ফ্রিতে। তো এতোসব করার জন্য আপনার প্রয়োজন হবে একটি একাউন্টের। নভোএয়ারের ওয়েবসাইটে ঢুকে মাত্র ১০ মিনিটেই আপনি একাউন্ট করে ফেলতে পারবেন। এবার প্রয়োজন এই একাউন্ট ব্যবহার করে একবার ফ্লাই করার।কার্ড হাতে পাওয়ার পরঃ
এই কার্ডের জন্য আপনার ২ বার ব্যংকে যাওয়া লাগতে পারে। প্রথমবার ব্যাংকে গিয়ে কার্ডটি একটিভ করাবেন। ও এর পরেরবার পাসপোর্ট সাথে নিয়ে গিয়ে ডলার এন্ডোসমেন্ট করিয়ে ডলার লোড করিয়ে নিবেন। তাহলেই আপনি একেবারে সেম আকুয়া কার্ডের মতো এই কার্ডটি ব্যবহার করতে পারবেন। কোনো পার্থক্য নেই।কার্ডের খরচঃ
কার্ডটি প্রথমবার তো ফ্রিতে পেয়ে গেলেন। এর মেয়াদ থাকবে ৩ বছর। কিন্তু পরবর্তীতে এই কার্ডটি রিনিউ এর জন্য খরচ পরবে ২০০ টাকা+ ভ্যাট
কার্ড হারিয়ে গেলে ফি ২০০ টাকা+ ভ্যাট
কার্ডের পিন রিপ্লেসমেন্ট ফি ২০০ টাকা + ভ্যাট
SMS চার্জ প্রতি বছরে ২০০ টাকা + ভ্যাট
উত্তোলন খরচঃ (বাংলাদেশে)
ই.বি.এল. এ.টি.এম ফ্রী,
মাস্টারকার্ড সাপোর্টেড এ.টি.এম ২৫ টাকা + ১৫% ভ্যাট, এন.পি.এস.বি. সাপোর্টেড এ.টি.এম ১৫ টাকা + ১৫% ভ্যাট।
উত্তোলন খরচঃ (বিদেশে)
২ ডলার বা ১% যেটা বেশি হয়।
সর্বোচ্চ জমাদান ১ লক্ষ টাকা
সর্বোচ্চ POS পেমেন্ট ৪০০০০ টাকা ৬ বারে (৫০০০ টাকা প্রতি বারে)
সর্বোচ্চ উত্তোলন ৫০০০০ টাকা ৬ বারে ( ৬০০০ টাকা প্রতি বারে)
"আর নভোএয়ারের তরফ থেকে আপনার মাইলস এ ২০০ মাইলস জমা হবে যা সম্পূর্ণ ফ্রি।"
আর কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন
Comments
Post a Comment