প্রাইভেসি পলিসি

প্রাইভেসি পলিসি

Travel With Ruhit ওয়েবসাইটের প্রাইভেসি পলিসিতে উল্লেখিত সকল নিয়মাবলি এর ওয়েবসাইটের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের ওয়েবসাইট ব্যবহার করার আগে এটা নিশ্চিত করে নিন যে আপনি আমাদের শর্ত এবং নিয়মের ব্যাপারে অবগত আছেন। সুতরাং আপনাকে Travel With Ruhit এর প্রাইভেসি পলিসি এবং ডিসক্লেইমার পাতা মনযোগ সহকারে পড়ার অনুরোধ করা হলো।

আমাদের প্রাইভেসি পলিসিতে যদি কোনো ধরনের পরিবর্তন আসে, তাহলে সে ব্যাপারে আমরা আপনাকে অবগত করবো।

ব্যক্তিগত তথ্য

Travel With Ruhit সাইটে রিভিউ দেওয়ার সময় আমরা ব্যবহারকারীদের নাম, ইমেইল, আইপি এড্রেস সংরক্ষণ করে থাকি যা আমরা থার্ড পার্টি কারো সাথে শেয়ার করি না। এমনকি নিউজলেটার সাবস্ক্রিপশনের জন্যও না। 

অন্যান্য তথ্য

আপনি Travel With Ruhit সাইটটি মুক্তভাবে ব্যবহার করতে পারবেন। Travel With Ruhit সাইটকে কোনো ব্যক্তিগত তথ্য দিতে হবে না। আপনার কোনো প্রকার নাম বা ইমেইল আমাদের কাছে থাকে না। 

গুগল সার্ভিস

Travel With Ruhit সাইটের সমন্বিত পরিসংখ্যান, ব্যবহারবিধি ও  ওয়েবসাইটের প্রাসঙ্গিত তথ্যাবলি গুগল এনালাইটিক্সের সাথে বিভিন্ন সময়ে আদান প্রদান করা হয়ে থাকে। এটি একক ব্যবহারকারীর তথ্য নয় বরং বহু ব্যবহারকারীর সম্মিলিত  পছন্দ অপছন্দের প্রতিফলক। এই তথ্য ব্যবহার করে আপনাকে এককভাবে চিহ্নিত করা সম্ভব নয়। প্রতি মাসে সংরক্ষিত এই তথ্যের সাহায্যে Travel With Ruhit সাইটে কোন বিষয়গুলো জনপ্রিয়, পাঠকেরা কি নিয়ে বেশী খোঁজ করছেন, সামগ্রিক পছন্দের প্রতিফলন ইত্যাদি নিরুপন করা হয়ে থাকে। এ ব্যপারে গুগল এনালাইটিক্সের টার্মস এন্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসি দেখতে পারেন।   

Comments