ব্যাংকক, থাইল্যান্ড


ব্যাংকক

ব্যাংকক হচ্ছে থাইল্যান্ডের রাজধানী। আপনি প্রথমদিন ব্যাংকক এ গেলেও আসার সময় ব্যাংকক সাইটসিইং করা ভালো। এতে রিলাক্স ভাবে ঘুরা যায়। পৃথিবীর সব রঙ্গিন শহরগুলোর তালিকা করলে ব্যাংককের নাম আসবেই তালিকায়। বাড়িঘর, রাস্তাঘাট, যানবাহন সবই আলোকিত এই শহরে। রাস্তার ধারে ধারে রয়েছে অসংখ্য স্পা, ম্যাসাজ পার্লার, দোকান, রেস্তোরাঁ, মল, মার্কেট। অনায়াসেই এই যাদুর শহরে কয়েকটা দিন কাটিয়ে দিতে পারেন। 

কিভাবে যাবেনঃ

বাংলাদেশ থেকে প্রতিদিন ব্যাংককের বেশ কয়েকটি ফ্লাইট আছে। তাই সহজেই সেখানে যেতে পারবেন। বেশ কিছুদিন আগে থেকে টিকিট কেটে রাখতে পারলে ২০০০০ টাকায়ই রাউন্ড ট্রিপ টিকেট পাওয়া যায়।

থাইল্যান্ড ট্যুর নিয়ে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন। 

কি কি দেখবেনঃ

থাইল্যান্ডে দেখার মতো অনেক কিছুই আছে। মুটামুটি ঘোরার জন্য ২ দিন রাখলেই যথেষ্ট। থাইল্যান্ডে সিটি ট্যুর দেওয়ার জন্য ট্যাক্সি পাওয়া যায়। তাই ঝামেলা মুক্ত থাকতে চাইলে ট্যাক্সি নিয়েই ছুটতে পারেন। আর সেখানে স্কুটার ভাড়াও পাওয়া যায়। তবে কোনো একটা দেশের রাজধানীতে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ছাড়া স্কুটার চালানো ঠিক হবে না। তাই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স না থাকলে স্কুটির চিন্তা বাদ দিন। তবে ব্যাংককে চলাচলের সব থেকে ভালো বাহন হলো স্কাই ট্রেন। তাই সম্ভব হলে সেটা ট্রাই করে দেখতে পারেন।
রাতের ব্যাংকক

গ্রান্ড প্যালেসঃ এটা থাইল্যান্ডের সবথেকে পপুলার ট্যুরিস্ট স্পট। এটা ১৭৮২ সাল থেকে এটা থাইল্যান্ডের রাজার সরকারী বাসভবন। বর্তমানে এটা একটা মিউজিয়াম হিসেবে পরিচিত। ব্যাংককে গেলে এটা মিস দিবেন না। 

অমুলেট মার্কেটঃ গ্রান্ড প্যালেস থেকে ১০ মিনিট হাটলেই পৌঁছে যাবেন অমুলেত মার্কেটে। এটা শপিং এর জন্য পপুলার। তবে শপিং না করলেও এখানে একবার ঢু মেরে যাওয়া উচিত।

ওয়াট অরুনঃ অমুলেট মার্কেট থেকে এখানে আসতে হলে আপনাকে নদী পার হয়ে যেতে হবে। এটি একটি বুদ্ধ মন্দির। তবে দেখার মতো একটি যায়গা।


ওয়াট ফ্রা কাইয়োঃ ব্যাংককের সবচেয়ে পবিত্র স্থানের মধ্যে একটি হচ্ছে এই মন্দির। সবুজ রঙের বুদ্ধ মূর্তির জন্য এটি বিখ্যাত।

ন্যাশনাল মিউজিয়াম অফ রয়াল বার্জসঃ এটি ব্যাংককের একটি মিউজিয়াম। এখানে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী নানা জিনিসের দেখা পাবেন। এটি এতো বড় যে এটি ভালোভাবে দেখতেই পুরো একটা দিনের অর্ধেকটা সময় চলে যায়।

ওয়াট ফোঃ এই মন্দিরকেই থাইল্যান্ডের ম্যাসাজের জন্মস্থান বলা হয়ে থাকে। তাই দেখে যেতে পারেন।

ব্যাংকক সাফারী ওয়ার্ল্ডঃ বাঘ-সিংহ থেকে শুরু করে জিরাফ-উঠপাখি পর্যন্ত সব কিছুর দেখা পাবেন এখানে। তাদের অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে safariworld.com

কিছু টিপসঃ

  • ব্যাংককে গিয়ে একটা বোট ভাড়া করেও ব্যাংকক এক্সপ্লোর করতে পারবেন। আর এতে সুবিধা হলো নিজের ইচ্ছে মতো যেকোনো যায়গায় থামতে ও ছবি তোলতে পারবেন।
  • ব্যাংককে সাইট সিইং এর জন্য সবথেকে ভালো হচ্ছে নিজের পা। পায়ে হেটে ব্যাংকক এক্সপ্লোর করাটাই সবথেকে বেস্ট। 
  • স্কাই ট্রেন বা বোটে চলাচল করলেই ব্যাংকককে ভালোভাবে চিনতে পারবেন। 





Comments