বিমানযাত্রা প্রতিটি মানুষের জীবনে একটি অংশ হয়ে গেছে। বর্তমানে প্রায় সব মানুষ তাদের যাতায়াতের জন্য আকাশপথ বেছে নিয়েছেন। সেই সাথে তাল মিলিয়ে আমাদের দেশের মানুষও যাত্রার জন্য বেছে নেন আকাশপথ। যদিও আমাদের দেশের মানুষের আয়ের তুলনায় বিমানে যাতায়াত অনেকটাই ব্যয়বহুল। তবে কিছু টিপস অনুযায়ী বিমানের টিকিট ক্রয় করলে খরচটা সর্বনিম্নে নিয়ে আসা যায়।
- যাত্রার কমপক্ষে ১ মাস আগে টিকিট কিনুন। সম্ভব হলে এরও আগে কিনুন।
- সবসময় আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে Sky Scanner ব্যবহার করুন।
- সাপ্তাহিক ছুটি এড়িয়ে চলুন। কারন সাপ্তাহিক ছুটির দিনে ( বৃহঃ, শুক্র, শনি) চাপ বেশী থাকে।
- বিলাশবহুল এয়ারলাইনস পরিত্যাগ করুন (এমিরেটস)।
- সম্ভব হলে রাউন্ডট্রিপ টিকিট কিনুন। এতে খরচ কম হবে।
- নিজের টিকিট নিজেই কাটুন। বিমানের ওয়েবসাইটেই টিকিট পাওয়া যায়। বিদেশি এয়ারলাইনসের জন্য অবশ্য ক্রেডিট কার্ড লাগে। এছাড়া https://www.flightexpert.com থেকেও টিকিট কিনতে পারেন। এতে বিকাশে পেমেন্ট এর অপশন আছে।
- সবসময় একই এয়ারলাইন্স ব্যাবহার করুন। এতে বিমানের ওয়েবসাইট থেকে টিকিট কাটলে বিমান লয়ালিটি প্রোগ্রামের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এভাবে ফ্রিতেও বিমান ভ্রমন করা যায়।
- এয়ারলাইন্সের anniversary সম্পর্কে খোঁজ রাখুন। এই দিনে অনেক কম দাবে টিকিট পাওয়া যায়।
Comments
Post a Comment