ডিসক্লেইমার

ডিসক্লেইমার

  • রিভিউতে কিংবা ফেইসবুক কমেন্টে প্রকাশিত যে কোন কথা মন্তব্যকারীর একান্তই নিজস্ব। travelwithruhit.com  এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের কোন মিল নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে travelwithruhit.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নিবে না।

  • travelwithruhit.com  সাইটে প্রকাশিত হোটেল ভাড়া / যানবাহন ভাড়া/ গাইড ভাড়া বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। কেননা এগুলো পরিবর্তনশীল। সময়ের সাথে এগুলোর পরিবর্তন হয়। তাই অনুগ্রহ করে আপনার ভ্রমণ প্ল্যান করার সময় বর্তমান সময়ের বাজারদর অনুযায়ী বাজেট করবেন।

  • পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে travelwithruhit.com  সাইটে বিভিন্ন রিসোর্ট, হোটেল, মাঝি, গাইড, ড্রাইভার এর ফোন নাম্বার শেয়ার করা হয়। অধিকাংশ সময়েই নাম্বার গুলো বিভিন্ন পর্যটকের রেফারেন্স থেকে পাওয়া নয়ত কোন হোটেল/রিসোর্ট এর ওয়েব পোর্টাল থেকে সংগ্রহ করা। তাই এসব নাম্বার যাচাই-বাচাই না করে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্যে অনুরোধ করা হলো। এরকম কোন প্রকার ভুল বোঝাবুঝি/ক্ষয়ক্ষতি হলে Travel With Ruhit দায়ী থাকবে না।  

Comments